নিজস্ব প্রতিবেদক : নামলিপি প্রকাশ ও পরিচিতি অনুষ্ঠানের মধ্য দিয়ে সাতক্ষীরার কোমলমতি শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে ছোটদের পত্রিকা গোলপাতা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
এ উপলক্ষ্যে এক উদ্বোধনী অনুষ্ঠান রবিবার বিকেলে সাতক্ষীরা শহরের শহিদ নাজমুল সরণিস্থ হোসেন মার্কেটের তৃতীয় তলায় ডেইলি সাতক্ষীরা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এক ঝাঁক শিশু-কিশোরদের উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাতক্ষীরার বিশিষ্ট সংগীত শিল্পী মনজুরুল হক, আবু আফফান রোজ বাবু, আবৃত্তিশিল্পী মনিরুজ্জামান ছট্টু, কথাশিল্পী বাবলু ভঞ্জ চৌধুরী, কবি নুরুজ্জামান সাহেব, সায়েম ফেরদৌস মিতুল, সুলতান মাহমুদ রতন, আবুল হোসেন আজাদ, সাংবাদিক আব্দুল জলিল, এম বেলাল হোসাইন, নারী উদ্যোক্তা রুপা রওশন, প্রথম আলো বন্ধুসভা সাতক্ষীরার সাবেক সভাপতি জাহিদা জাহান মৌ, সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সভাপতি শেখ সাকিল হোসেন প্রমুখ।
শিশুদের মধ্যে বক্তব্য রাখে জাহরা, রোদেসী, অপ্রতিম, তাসমিয়া, রোকন, মুশফিকা, সামিয়া, তাসনিয়া, তাসফিয়া, তাফিফ, দানিয়েল, কাইনাতসহ অনেকেই।
ছড়াকার আহমেদ সাব্বির ও ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুমের পরিকল্পনা ও পরিচালনায় সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফসানা মিমি।
ব্যাপক উৎসাহে কেক কেটে আনন্দের সাথে শিশুদের স্বপ্নডানা ছোটদের পত্রিকা ‘গোলপাতা’র আয়োজন সম্পন্ন হয়।