আইপিএলের গত আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের পথচলা থামল এলিমিনেটরে। বৃষ্টি আইনে তাদের ৭ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বুধবার টস জিতে ফিল্ডিং নেয় কলকাতা। ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রানে তারা বেধে দেয় হায়দরাবাদকে। প্রায় তিন ঘণ্টা বৃষ্টিতে ম্যাচ বন্ধ থাকার পর ম্যাচ কমিয়ে আনা হয় ৬ ওভারে, কলকাতার লক্ষ্য দাঁড়ায় ৪৮ রান। যেটা ৪ বল হাতে রেখে মাত্র ৩ উইকেটে পেরিয়ে গেছে তারা।
আগে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নারের ব্যাট হেসেছে খানিকটা। ৩৫ বলে ৩৭ রান করেন তিনি। দ্বিতীয় সেরা ২৪ রান করেন কেন উইলিয়ামসন।
কলকাতার নাথান কোল্টার-নাইল সর্বোচ্চ ৩ উইকেট নেন ৪ ওভারে ২০ রান দিয়ে।
দমকা ও ভারী বর্ষণে প্রায় দীর্ঘক্ষণ পর মাঠে নামে দুই দলের খেলোয়াড়রা। লক্ষ্য ৬ ওভারে ৪৮ রানের হলেও প্রথম দুই ওভারে ১২ রানে ৩ উইকেট হারায় কলকাতা। বাধভাঙা উল্লাসে মেতেছিল হায়দরাবাদ। তবে গৌতম গম্ভীরের ঝোড়ো ব্যাটিংয়ে কলকাতা আর অস্বস্তিতে পড়েনি। ১৯ বলে ২টি করে চার ও ছয়ে ৩২ রানে অপরাজিত ছিলেন দলটির অধিনায়ক। ৫.২ ওভারে জমা পড়ে কলকাতার দরকারি ৪৮ রান।
প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে কলকাতা। আগামী শুক্রবার হবে ম্যাচটি। সূত্র- ক্রিকইনফো