মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা পৌরসভার নিউমার্কেট আধুনিক ও স্থাপত্যশৈলীরুপে নির্মানের লক্ষ্যে নতুন ডিজাইন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা পৌরসভার আয়োজনে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা -০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মিসেস রিফাত আমিন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম হেতেশামূল হক, সাবেক মন্ত্রী ডা. আবতাবুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু প্রমুখ। সভায় নিউ মার্কেটের নতুন ডিজিাইন পর্যালোচনা করেন আর্কিটেক (খুলনা) এর কামরুদ্দিন আহমেদ সাগর। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুস সেলিম, ফারহা দিবা খান সাথী, কাজী ফিরোজ হাসান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা ও পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌল্লা সাগর, মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, সহকারী প্রকৌশলী কামরুল আক্তার, প্রধান সহকারী প্রশান্ত ব্যানার্জী, সার্ভেয়ার মামুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর।
পূর্ববর্তী পোস্ট