নাজমীন নাহার/তামান্না তানজিন : সাতক্ষীরা জেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রয়াত জাতীয় অধ্যাপক সাতক্ষীরা জেলার কৃতি সন্তান ডা: এম আর খান। তিনি ১৯৮৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন। গ্রামের নাম অনুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়। এখানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করা হয়।
বিদ্যালয়ে বর্তমানে মোট ১০ জন শিক্ষক ও ৬ জন শিক্ষিকা আছেন। এখানে ১ জন অফিস সহকারী, ১জন পিয়ন, ১জন নাইটগার্ড ও ১জন আয়া আছেন। এখানে শেণিকক্ষ আছে ১৩ টি ও ১টি লাইব্রেরি আছে ও ১টি শিক্ষক মিলনায়তন, ১টি অফিস রুম ও ১টি প্রধান শিক্ষকের কক্ষ আছে।
এই বিদ্যালয়টিতে মোট ছাত্র-ছাত্রী ৬০৩ জন। এখানে পাশের হার বিগত পাঁচ বছর ধরে ১০০%। এই বিদ্যালয়টিতে লেখাপড়া করে অনেক শিক্ষার্থী সফলতা অর্জন করেছেন
এখানে শিক্ষার্থীদের সু-স্বাস্থের কথা চিন্তা করে বিদ্যালয় কতৃপক্ষ একটি স্বাস্থ্যকর ক্যান্টিনের ব্যবস্থা করেছেন। এখানে সুন্দর একটি বাগানও আছে।
বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার ফলে আশেপাশের এলাকা থেকে এবং দূর দূরান্ত থেকে অনেক ছেলেমেয়ে লেখাপড়া করতে আসে। এখানে অনেক দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা লেখাপড়া করার জন্য নানা সুযোগ সুবিধা পেয়ে থাকে। এখানে অবসর সময়ে ছাত্র ছাত্রীদের কম্পিউটার শিক্ষা দেওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা খুবই যতœ সহকারে পাঠদান করেন।
এবিষয়ে বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র নাইমুল ইসলাম বলে, আমি এই বিদ্যালয়ের ছাত্র হিসেবে গর্বিত। আমাদের শিক্ষিকরা খুবই ভাল ও সচেতন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভবতোশ কুমার সানা বলেন, আমাদের বিদ্যালয়টি আরও সফলতার দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। সে জন্য আমাদের প্রত্যেক শিক্ষকের মধ্যে আন্তরিকতা থাকতে হবে এবং শিক্ষার্থীদের মধ্যে প্রেরণার উৎসাহ জাগাতে হবে।
নাজমীন নাহার/তামান্না তানজিন : ডেইলি সাতক্ষীরা’র মুক্তিযোদ্ধা মিজানুর রহমান ইন্টার্নশিপ কর্মসূচির ইন্টার্ন।