১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আয়োজনে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮টায় খুলনারোড মোড়স্থ সংগঠনের পৌর শাখার অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি মো: নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মো: আব্দুল আলিম সরদার, আব্দুর রউফ খোকন, জেলা শ্রমিকলীগের সিনিয়র-সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাশ, বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, সংগঠনের পৌর শাখার সহ-সভাপতি হাজী মহসীন মোল্লা, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মাসুদ আলী, পৌর ১নং ওয়ার্ড শাখার সভাপতি আব্দুল মুজিদ, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, পৌর ৫নং ওয়ার্ড শাখার সভাপতি হারুন উর রশিদ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ টিপু, ৭নং ওয়ার্ড শাখার সভাপতি ইব্রাহিম হোসেন, ৮নং ওয়ার্ড শাখার সভাপতি মুছা করিম, ৯নং ওয়ার্ড শাখার সভাপতি মো: গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মনজুরুল আলম, সাংগঠনিক সম্পাদক তৈয়েবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।
প্রস্তুতি সভায় ১৫ আগস্ট দিন ব্যাপি বিভিন্ন কর্মসুচির সিদ্ধান্ত গৃহিত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৭.১৫ মিনিটে কালো পতাকা উত্তোলন। ৭.৩০ মিনিটে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তাবক অর্পণ। ৮ টায় কালো ব্যাজ ধারন। এছাড়াও ওইদিন সকাল হতে সন্ধ্যা পর্যন্ত সংগঠনের পৌর শাখার অফিস কার্যালয়ে কোরআন খতম। সন্ধ্যা ৭টায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের খাদ্য বিতরণ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের পৌর শাখার সাধারণ সম্পাদক কবির হোসেন। প্রেস বিজ্ঞপ্তি