গরুর ডাকে বাতাসে থাকা জীবাণু মরে যায় উল্লেখ করে ভারতের রাজস্থান রাজ্য হাইকোর্টের বিচারপতি মহেশ শর্মা বলেছেন, গোমূত্র পানে কলেরাও নিরাময় হয়।
স্থানীয় সময় বুধবার রাজ্য হাইকোর্ট গরুর আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ওই মন্তব্য করেন বিচারপতি মহেশ শর্মা।
রাজস্থান হাইকোর্টের বিচারপতি হিসেবে বুধবারই শেষ কর্মদিবস ছিল মহেশ শর্মার। অবসরের দিনে অনুষ্ঠিত বৈঠকে গরুকে ভারতের জাতীয় পশু করার আহ্বান জানান তিনি। এ ছাড়া রাজস্থানে গো-হত্যার শাস্তি ১০ বছরের কারাদণ্ড থেকে বাড়িয়ে যাবজ্জীবন করার সুপারিশ করেন তিনি।
রাজস্থানের ওই বিচারপতি বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গরু খুবই গুরুত্বপূর্ণ। গোবর ও গরুর মূত্র স্বাস্থ্যের জন্য খুবই দরকারি।
মহেশ শর্মার মতে, গরুই একমাত্র প্রাণী যা শিং দিয়ে অক্সিজেন নেয় ও ছাড়ে। প্রাণীটি নিজেই একটি হাসপাতাল। এ ছাড়া ৩৩ কোটি হিন্দু দেব-দেবী গরুর ভেতরেই অবস্থান করে।
মহেশ আরো জানান, গরুর দুধ ক্যানসার প্রতিরোধ করে ও গোবর কলেরার জীবাণু ধ্বংস করে। গো-মূত্র পানে যকৃত, হৃৎপিণ্ড ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। এ ছাড়া প্রাণীটির মূত্রপানে পূর্বজন্মের পাপ মোচন হয়।