বিনোদন ডেস্ক: বিপাকে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। পানামা পেপারসে নাম আসার পরিপ্রেক্ষিতে তাঁকে ভারতের জাতীয় তদন্ত সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেকটরেট (ইডি) তলব করেছে।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বিদেশে অর্থ গচ্ছিত রাখার অভিযোগে এই অভিনেত্রীর সঙ্গে আজ কথা বলতে চায় তদন্ত সংস্থাটি। তবে সময় চেয়ে আবেদন করেছেন ঐশ্বরিয়া। এর আগেও ঐশ্বরিয়াকে দুবার তলব করা হয়েছিল।
তদন্তকারীদের কাছে ঐশ্বরিয়া রাই তখন তাঁর বিদেশ থেকে প্রাপ্ত আয়ের নথি জমা দিয়েছিলেন। এখন তদন্তকারীরা ঐশ্বরিয়ার জবানবন্দি নিতে চান।
২০১৭ সালে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইন ভঙ্গের অভিযোগে ঐশ্বরিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করে ইডি।
২০১৬ সালে ‘পানামা পেপারস’ প্রকাশের মাধ্যমে বিভিন্ন দেশের নাগরিকদের বিদেশে গচ্ছিত সম্পদের পরিমাণ প্রকাশ্যে আসে। সেই তালিকায় তিনশর বেশি ভারতীয়ের নাম আছে।