তালা অফিস : সাতক্ষীরার তালা উপজেলায় ইউনিয়ন পরিষদ সদস্যদের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। জাতীয় স্থানীয় সরাকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে বৃহস্পতিবার সকাল ১০ টায় শিল্পকলা একাডেমী হলরুমে তিনদিন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ এড. মুস্তফা লুৎফুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি।
এসময় উপস্থিত ছিলেন, খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান ও তালা প্রেসক্লাব সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জেলা পরিষদের সদস্য মীর জাকির হোসেন, ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক, এনআইএলজি’র প্রতিনিধিসহ ইউনিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।