প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরায় বিভিন্ন পর্যায়ের সরকারী-বেসরকারী কর্মকর্তা ও সেনেটারী ব্যবসায়ীদের সমন্বয়ে একটি সরকারী-বেসরকারী কর্মকর্তাদের নেটওয়ার্কিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা পৌরসভায় মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী।
ওয়েস্ট নেদারল্যান্ড ও প্রাক্টিক্যাল এ্যাকশন-এর সহযোগিতায় ফিনিশ মন্ডিয়াল প্রকল্পের আওতায় সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)-র আয়োজনে কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো: করিমুল হক, সাতক্ষীরা পৌরসভার সচিব লিয়াকত আলী,
প্যানেল মেয়র শেখ আনোয়ার হোসেন মিলন, রাবেয়া পারভীন, বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান নির্বাহী প্রকৌশলী, আশার জেলা ব্যবস্থাপ মো: আশরাফুল ইসলাম, ব্র্যাক কর্মকর্তা মো: হারুন রশিদ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন,
এসডিসি’র ফিনিস মন্ডিয়াল প্রকল্পের মার্কেট প্রমোশন অফিসার মো: আব্দুল কুদ্দুস সরকারসহ প্রাক্টিক্যাল এ্যাকশন কর্মকর্তাবৃন্দ।
সবার জন্য টেকসই বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করার লক্ষে এ প্রকল্প কাজ করছে। আর সে লক্ষ্যে সরকারী-বেসরকারী কর্মকর্তাদের সহযোগিতা প্রাপ্তির লক্ষ্যে আজকের এই কর্মশালা। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ জনসাধারণকে যেখানে-সেখানে বর্জ্য না ফেলে পৌরসভার ভ্যানে নিয়মিত বর্জ্য দেবার ও শৌচগারের সেপটিক ট্যাংকের সংযোগ নদী-নালা,
ড্রেন বা কোনো পানির উৎসের সাথে না দেবার অনুরোধ জানানোর সাথে সাথে বর্জ্য সুব্যবস্থাপনার সুফল ও অব্যবস্থাপনার কুফল স¤পর্কে জনসাধারণকে সচেতন করে গড়ে তোলা হবে।