ফয়জুল হক বাবু: সাতক্ষীরায় চক্ষু সেবা কার্যক্রম সম্প্রসারণ ও মানোন্নয়নের লক্ষে মানুষ গড়ার কারিগর শিক্ষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে হাসপাতালটির ক্যাম্পাসে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গ্রামীণ চক্ষু হাসপাতাল সাতক্ষীরা জেলার ব্যবস্থাপক মোঃ মিরাজুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসাবে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন গ্রামীণ চক্ষু হাসপাতালের ডাইরেক্টর ডাঃ তৌহিদা বেগম।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর সরকারি মহসিন কলেজের প্রাক্তন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জিএম ওসমান গনী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ মোঃ আবু সাইদ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষকবৃন্দ।
মত বিনিময় সভায় উপস্থিত শিক্ষকরা চক্ষু হাসপাতালের চক্ষু সেবার ভূয়সী প্রশংসা করেন। সেই সাথে চক্ষু সেবার পরিধি বৃদ্ধি এবং মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ ও মতামত প্রকাশ করেন। পরে গ্রমীন চক্ষু হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত শিক্ষকদের ফ্রী চক্ষু পরিক্ষার ব্যবস্থা করা হয়।