দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা বিএনপির আয়োজনে তেল, গ্যাসসহ নিত্যপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৪ আগষ্ট বিকাল সাড়ে ৪টায় উপজেলার পারুলিয়া কাশেম পার্কে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে বিএনপি নেতাদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল পারুলিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক এডঃ সৈয়দ ইফতেখার আলী। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ শহিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ¦ আব্দুর রউফ চেয়ারম্যান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মৃনাল কান্তি রায়। দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মহিউদ্দীন সিদ্দিকী, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ সিরাজুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুল হাবিব মন্টু, সাবেক ছাত্রদলের সাধারন সম্পাদক যুবনেতা এবাদুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মনজুর মোর্শেদ মিলন, উপজেলা যুবদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারন সম্পাদক মেহেদী হাসান সবুজ, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা এসময় তেল, গ্যাস, বিদ্যুতের লোডশেডিংসহ নিত্যপন্যের মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিএনপি নেত্রী খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবী জানান
তেলসহ নিত্যপন্যের দাম বৃদ্ধির প্রতিবাদে দেবহাটায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পূর্ববর্তী পোস্ট