নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের ‘শীতল অবস্থা’র পরিসমাপ্তি প্রয়োজন বলে মনে করেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।
বৃহস্পতিবার সংসদে বাজেট আলোচনায় পঞ্চগড়-২ আসনের সাংসদ নুরুল ইসলাম সুজনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অধিবেশনের সভাপতিত্বকালে এ কথা বলেন তিনি।
২০১৭-১৮ সালের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সাংসদ নুরুল ইসলাম সুজন জানান, সরকার ও বিচার বিভাগের মধ্যে একটা শীতল অবস্থা বিরাজ করছে। বিচার বিভাগ স্বাধীন একটি প্রতিষ্ঠান। বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে।
আমরা এক সময় থাকব না। কিন্তু বিচার বিভাগ কাজ করে যাবে। আমরা যেন আগামীর জন্যে মজবুত গণতন্ত্র দিতে পারি; সংবিধানের ধারা অব্যাহত রাখতে পারি আমাদের যে গণতান্ত্রিক ধারা রয়েছে তা আরও মজবুত করতে বিচারবিভাগের প্রতি দৃষ্টি দিতে হবে।
গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সংসদ সদস্য হিসেবে নিজেদের নেতৃত্ব দিতে হবে বলে উল্লেখ করেন তিনি।
সাংসদের এ বক্তব্যের পর অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, তবে শীতল অবস্থার পরিসমাপ্তি ঘটানো প্রয়োজন। আশা করি, এতে আপনারাই নেতৃত্ব দেবেন।