নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় কানে মোবাইল ফোন রেখে বিদ্যুতের তার টানতে গিয়ে বিদ্যুৎ স্পৃস্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টার দিকে সাতক্ষীরা পৌরসভার পুরাতন সাতক্ষীরা হরিতলা(মদিনা মসজিদ) এলাকায় এঘটনা ঘটে।
মারা যাওয়া যুবক রেজওয়ান (২৬), আশাশুনি উপজেলার পশ্চিম বুধহাটা গ্রামের আব্দুল কুদ্দুস ঢালীর পুত্র।
স্থানীয়রা জানান, পুরাতন সাতক্ষীরা হরিতলা(মদিনা মসজিদ) এলাকার মাহফিলের জন্য বিদ্যুতের তার টানার কাজ করছিল রেজওয়ান। কানে মোবাইল ফোন রেখে কথা বলতে বলতে কাজ করার এক পর্যায়ে অসাবধানতা বশত হয়ে হাতে থাকা বিদ্যুতের তার ৪৪০ ভোল্টের বিদ্যুতের তারের উপর ছুড়ে মারে। এতে বিদ্যুৎ স্পস্ট হয় রেজওয়ান। স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
তার পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা আরো জানান, মাত্র ১৮ দিন পরে রেজওয়ানের বিবাহের কথা ছিল। তার হবু স্ত্রীর সাথে তিনি কথা বলছিলেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক(অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ হাসপাতালে রয়েছে। লাশের ময়না তদন্তের প্রস্তুতি চলছে।