আসাদুজ্জামান : বিনম্্র শ্রদ্ধা ও ভালবাসায় একুশের প্রথম প্রহরীতে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে সাতক্ষীরায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পাঞ্জলি নিয়ে শহীদ বেদীতে আসেন।
রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাাক আহমেদ রবি, এক আসনের সংসদ সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা.সবিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান প্রমুখ।
এরপর একে একে জেলা বিচার বিভাগের পদস্থ কর্মকর্তাগণ, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও শ্রমজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এসময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। এর আগে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর। এছাড়া দিবসটি উপলক্ষ্যে রবিবার সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনসহ জেলা প্রশ্সানের আয়োজনে ভাষা শহীদদের স্মরনে আলোচনাসভা, ভাষা শহীদদের আতœার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা ও ভ্রাম্যমান চলচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। ##