শ্যামনর প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটায় শ্রমিকরা ধান কেটে বাড়িতে ফেরার পথে পিকআপ উল্টে শ্যামনগর উপজেলার কাশিমারি ইউনিয়নের কাশিমারি গ্রাামের ১৫ জন আহত শ্রমিকের চিকিৎসা সেবার খোজ নেওয়া সহ আর্থিকভাবে সাহায্য করতে হাসপাতালে ছুটে যান সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ।
গত ইং ১৬ মে মঙ্গলবার সকাল ৭ টার দিকে সাতক্ষীরা- খুলনা মহাসড়কের পাটকেলঘাটার কুমিরা নামকস্থানে ঘটে যাওয়া দূর্ঘটানায় সব কয়জন সাতক্ষীরা ৪ আসনের সংসদীয় এলাকার শ্রমিক। নির্বাচনী এলাকার শ্রমীক আহত হওয়ার ঘটনা শুনে তাদের চিকিৎসার খোজ খবর নিতে রাতে ঝড় বৃষ্টি উপেক্ষা করে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে ছুটে যান সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।
এসময় সিভল সার্জন ডা. মোঃ সবিজুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবির সহ শ্যামনগর উপজেলা আওয়ামীলীদের নেতুবুন্দ উপস্থিত ছিলেন। এই দুঘটনার তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমারি গ্রাামের মন্টু গাজীর ছেলে সুমন হোসেন( ৩৫) ও জয়নগর গ্রামের মৃত মের আলির ছেলে আবুল হোসেন(৩৫)ও জয়নগর গ্রামের ইশ্বর আলীর ছেলে জাহিদুল ইসলাম ( ২২) । আহতরা হলেন ইমন ইয়াছির শুকুরআলি সহ কমপক্ষে ১৫ জন।
এসময় সংসদ সদস্য জগলু হায়দার আহতদের চিকিৎসার খোজ খবর নেন এবং আহত ও নিহত পরিবাকে আর্থিক সহায়তা প্রদান করেন।