নিজস্ব প্রতিনিধি :
বাড়িতে পানি যাওয়াকে কেন্দ্র করে দুই নারীকে পিটিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বড়খামার গ্রামের নবাব আলীর বাড়িতে একই এলাকার মৃত বারী সরদারের পুত্র হাকিম সরদার গংয়ের বাড়ির পানি যায়। ফলে নবাব আলীর বাড়ির উঠান সব সময় স্যাতসেতে থাকে। যে কারনে সম্প্রতি নবাব আলীর স্ত্রী মেহেরুন নেছা ড্রেন নির্মাণ করার জন্য হাকিম সরদার গংয়ের বললে তারা ক্ষিপ্ত হয়। এর জের ধরে ১৬ জুন সকাল ৯টার দিকে আব্দুল হাকিমের নেতৃত্বে তার ভাই হাফিজুল ইসলাম, ইউসুফ সরদার, খালেক সরদারের পুত্র মহিদুল সরদার, তালেব সরদারের পুত্র ইয়াছিন সরদারসহ কয়েকজন অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে নবাব আলীর স্ত্রীর উপর হামলা করে। এতে বাধা দিতে গেলে নবাব আলীর কন্যা ছকিনা খাতুনকেও মারপিট করে গুরুতর আহত করে।
তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ভুক্তভোগী মেহেরুন নেছা বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।