নিজস্ব প্রতিনিধি : পিআর পদ্ধতিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন করেছে জামায়াত। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪ টায় শহরের নিউ মার্কেট মোড় চত্বরে এ মানববন্ধন শুরু হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাও: আজিজুর রহমান, প্রভাষক ওমর ফারুক, হাবিবুর রহমান, খোরশেদ আলম, অধ্যাপক আব্দুল গফফার, ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আল মামুনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকার সংবিধান, সাংবিধানিক প্রতিষ্ঠানসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে। হাজার হাজার বিরোধীদলীয় নেতাকর্মীর উপর জুলুম নির্যাতন, মামলা হামলা, গুম ও খুনের মাধ্যমে দেশপ্রেমিক মানুষদের কণ্ঠরোধের চেষ্টা চালিয়েছে। আর যেন কোন সরকার ফ্যাসিষ্ট হয়ে না উঠতে পারে সেজন্য পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। স্বৈরাচার শেখ হাসিনা মানুষ গুম খুন গণহত্যা করে চোরের মত দেশ ছেড়ে পালিয়েছে। আমরা এদেশে আর কোন গণহত্যা দেখতে চাই না, স্বৈরশাসক দেখতে চাই না। বর্তমান সরকারের কাছে আমাদের পাঁচ দফা মেনে নেবার দাবি জানাচ্ছি।
এদিকে, একই দাবিতে শহরের খুলনা রোড মোড়, সংগীতা মোড় ও নারকেলতলা মোড়ে পৃথক মানববন্ধন করেন জামায়াতের নেতাকর্মীরা।