নিজস্ব প্রতিনিধি ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক প্রস্তুতির লক্ষে সাতক্ষীরায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের লেকভিউ রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টার চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম।
এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সদ্য আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাহারকৃত সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। তিনি এ সময় অশ্রুসিক্ত নয়নে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বৃহত্তর স্বার্থে তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। তিনি বলেন, দলীয় সভানেত্রী যা ভাল মনে করেছেন তিনি
সেটাই করেছেন।
তিনি এসময় তার দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে মহাজোটের প্রার্থী তথা জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী আশারাফুজ্জামান আশুর পক্ষে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, সাধারন সম্পাদক ও জার্তীয়
পার্টি সংসদ সদস্য প্রার্থী আশরাফুজ্জামান আশু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু আহমেদ, বীর মুক্তি যোদ্ধা শহিদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার
মোশারাফ হোসেন মশু, আওয়ামীলীগ নেতা এসএম শওকত হোসেনসহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।