আশাশুনি ব্যুরো:
আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবি এম মোস্তাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ, আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিত কুমার, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিকাষক মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পৃরস্কার বিতরণ করেন অতিথিবর্গ। অনুষ্ঠানে বিদ্যালয়ে অধ্যয়নরত ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল।