বঙ্গবন্ধু সৈনিক লীগ সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা সৈনিক লীগের আহবায়ক মাহমুদ আলী সুমন।
প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।
বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোহিনুর ইসলাম। প্রধান বক্তা ছিলেন, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা প্রমুখ।
বক্তব্য রাখেন, জেলা সৈনিক লীগের অন্যতম সদস্য হাসানুজ্জামান ডাবলু, আমজাদ হোসেন শোভন, মারুফ আহমেদ খান শামীম, অহিদুজ্জামান বকুল, তাহিয়াতুল হক মুকুল,শেখ রেজাউল ইসলাম বাবলু, শেখ আব্দুল আলিম, মেহেদীআলী সুজয়, আমজাদ হোসেন আমু, আসাদুল ইসলাম লিটু, সাইফুল ইসলাম রঞ্জু, দেলোয়ার হোসেন টিটু, মহাসিন কবির জোনাকি, মোমিনুর রহমান, সিরাজুল ইসলাম, শাহাদাত আলম রিপন, এড. সুরাইয়া পারভীন, শাহীনুর ইসলাম, শাহানারা খাতুন শীলা, আকলিমা খাতুন লিমাসহ অন্যরা।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা সৈনিকলীগের যুগ্ম আহবায়ক এড. একেএম তৌহিদুর রহমান শাইন।
অনুষ্ঠানের শুরুতে নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি সকলকে পরিচয় করিয়ে দেয়া হয়। এছাড়া সভার মধ্যভাগে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তামজীদ বীন রহমান ত‚র্য, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভার্চুয়ালি যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এসময় জেলা সৈনিক লীগের সকল নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষন করে বলেন, বিভ্রান্ত হবেন না। এটাই সৈনিক লীগের বৈধ কমিটি। কারণ গত ২/৩/২৪ তারিখে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৪র্থ সভায় সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহিত হয়। ফলে আপনাদের কমিটির বৈধ কমিটি। দলীয় সকল কর্মসূচিতে স্বত;স্ফুর্ত অংশগ্রহণ করুন। আমরা আপনাদের সাথে আছি। সাথে সাথে বৈধ কমিটির সাথে যোগাযোগ রেখে সহযোগিতার জন্য জেলা আওয়ামী লীগের উর্ধ্বতন নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করেন। সভা শেষে জেলা সৈনিক লীগের নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির কে ফুলেল শুভেচ্ছা জানান এবং সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির তালিকা ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ড. এ কে আজদ কর্তৃক প্রদত্ত জরুরী নোটিশ হস্তান্তর করেন। প্রেস বিজ্ঞপ্তি