নিজস্ব প্রতিনিধি :
দক্ষিণ পশ্চিম অঞ্চলের নারী উদ্যোক্তাদের (পানি) দ্বিতীয় আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “অল্প পুজি স্বল্প ধন, নিরাপদ পানি করি বিতরণ” এই প্রতিপাদ্যকে ধারণ করে সাতক্ষীরায় বুধবার সকাল ১১টায় তুফান কনভেনশনে রূপান্তরের আয়োজনে এবং ওয়াটার এইডের অর্থায়নে পানি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। রূপান্তরের ইডিএমজি এন্ড ইসি ওয়াশ প্রজেক্ট ম্যানেজার তসলিম আহমেদ টংকারের সঞ্চালনায় রূপান্তরের দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রোগ্রাম ডিরেক্টর ফারুক আহমেদ এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়াটার এইডের সিআর প্রোগ্রামের ফোকাল পার্সন রেভিন চাকমা, শোভনালি ইউপি চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিকী, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, ইশ্বরিপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. জিএম শুকুর আলী, শ্যামনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি এবং সাতক্ষীরা ডিপিএইচও প্রতিনিধি আলী হোসেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান ও আশাশুনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রূপান্তরের প্রকল্প ব্যবস্থাপক এমরান হাসান।
সম্মেলনে শ্যামনগর উপজেলায় অবস্থিত অপরাজিতা নারী দল, সততা নারী দলের পানি ব্যবসার সংগ্রামী জীবন জীবিকা ও কর্মকান্ড উপস্থাপন করেন। এছাড়া পরিবর্তনের গল্প উপস্থাপন করেন আশাশুনি উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে জয়িতা পুুরস্কার প্রাপ্ত সদর ইউনিয়নের লাইজা ইয়াসমিন চায়না, বড়দল ইউনিয়নের রাফেজা খাতুন, কাদাকাটি ইউনিয়নেদ গীতা রায় এবং শাপলা মহিলা দলের কল্পনা রায় প্রমুখ।