কলারোয়া প্রতিনিধি :
বিজিবির নিরাপত্তায় সীমান্তবর্তী কলারোয়া থানায় কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সাতক্ষীরার ৩৩ বিজিবির সার্বিক তত্ত¡াবধায়নে সীমান্তবর্তী কলারোয়া থানার স্বাভাবিক কার্যক্রম শুরু উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৩৩ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল আশরাফুল হকের সভাপতিত্বে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা , জেলা জামায়াতের নায়েবে আমীর শহীদুল ইসলাম মুকুল, বিএনপির মুখপত্র অধ্যাপক রইচ উদ্দীন, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কলারোয়া থানায় বিজিবির নিরাপত্তা জোরদারের ফলে ইতোমধ্যে থানার স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। কলারোয়া থানার নিরাপত্তা নিশ্চিত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ বিজিবি’র পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ পূর্ণ সহযোগিতা প্রদান করবে। ###