শ্যামনগর প্রতিনিধিঃ দীর্ঘ একযুগ পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে নির্বাচনের ভোটগ্রহণ করা হয়।
নির্বাচনে সভাপতি পদে দৈনিক সমকাল, দৈনিক পত্রদূত শ্যামনগর প্রতিনিধি প্রভাষক সামিউল ইমাম আজম মনির এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্ত, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি এস.এম. মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ৪০ জন ভোটারদের মধ্যে ৩৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে দৈনিক সমকাল, দৈনিক পত্রদূত পত্রিকার সামিউল ইমাম আজম মনির পান ৩১ ভোট ও আলোকিত বাংলাদেশের শ্যামনগর প্রতিনিধি আলমগীর সিদ্দিকী পান ০৭ ভোট। সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্ত, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি
এস.এম মোস্তফা কামাল ১৫ ভোট, অধিকরণের জিএম কামরুজ্জামান ৮ ভোট, দেশ সংযোগের আছাদুজ্জামান লিটন ৮ ভোট, ভোরের পাতার মনিরুজ্জামান মুকুল ৭ ভোট পেয়েছেন।এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন সহ-সভাপতি জাহিদ সুমন, যুগ্ম সম্পাদক তপন কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মারুফ ও অর্থ সম্পাদক সোহরাব হোসেন। উৎসব মুখর পরিবেশে নির্বাচন পর্যবেক্ষণ করেন- শ্যামনগরের সাবেক এম, পি, গাজী নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা.সঞ্জিব দাশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান, বি,এন,পি, জামায়াত নেতৃবৃন্দ।
নির্বাচন কমিশনার প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারী মাস্টার আব্দুল ওয়াহেদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি এবং সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি মাসুম বিল্লাহ উপস্থিত থেকে এই ফলাফল ঘোষণা করেন।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক জি.এম মুনসুর আলম, সদস্য সচিব জি.এম মোহাম্মদ আলী ও সদস্য এস.এম আলমগীর হায়দার।
পূর্বে নির্বাচনকালীন সময়ে প্রেসক্লাবের কর্মকর্তাদের নামীয় মামলার বাদীও আনিসুর রহমান উপস্থিত হয়ে তার ভোটাধিকার প্রদান করেন।