নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহীদ স্মৃতি কলেজকে সুষ্ঠভাবে পরিচালনার জন্য এডহক কমিটির অনুমোদন দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়।
৩ অক্টোবর ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত পত্রে উক্ত এডহক কমিটি ঘোষণা করা হয়।
পত্রে এডহক কমিটির সভাপতি হিসেব পৌর বিএনপির আহবায়ক সাবেক কাউন্সিলর
শেখ মাসুম বিল্লাহ শাহীন ও বিদ্যোৎসাহী সদস্য হিসেবে নুর মোহাম্মদ পাড়ের নাম ঘোষণা করে। উক্ত কমিটি আগামী ৬ মাসের জন্য দায়িত্ব পালন করবেন। এবং আরো বলা হয় উক্ত সময়ের মধ্যে এডহক কমিটি নিয়মিত গভর্নিং বডি গঠনের সকল কার্যক্রম সম্পন্ন করবেন।