বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা অবহিত করণ ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করে জনমত গড়ার লক্ষ্যে মঙ্গলবার বিকালে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পুইজালা বাজারে ওয়ার্ড বিএনপি আয়োজিত ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক মোড়লের সভাপতিত্বে স্থানীয় স্থানীয় নেতৃবৃন্দ ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির আহ্বায়ক সম হেদায়েতুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাতক্ষীরা জেলা তাঁতীদলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপন, যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, শ্রীউলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মালেক মল্লিক, সদস্য সচিব মফিজুল ইসলাম, সন্মানিত সদস্য আবু মুছা মল্লিক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউল্লাহ চৌধুরী, জিএম ওসমান গনি, মাগফুর রহমান বুলু, আক্তার হোসেন মেম্বার, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান রাজু, কৃষকদলের আহ্বায়ক খায়রুল হাসান, সদস্য সচিব শাহাজান আলী, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদ মোড়ল, ইউনিয়ন বিএনপি নেতা সাদ্দাম হোসেন, নাইম, শম্ভুনাথ মন্ডল, মৎস্যজীবী দল নেতা মিলনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচীর বিভিন্ন দিক উল্লেখ করেন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় সেই নির্দেশনা বর্ণনা করেন।প্রেস বিজ্ঞপ্তি