জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের পক্ষ থেকে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে সাতক্ষীরা জজকোর্টের সামনে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের সভাপতি জজকোর্টের পিপি এড. আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং এড. আকবর আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, এড. তোজাম্মেল হোসেন তুজামব, এড. নূরুল আমিন, এড. আবু সাঈদ, এড. এ জে এস হাসিব, এড. ফিরোজ আহমেদ,
এড. জাহাঙ্গীর আলম, এড. আলমগীর আশরাফ, এড.আরিফুর রহমান আলো, এড. সাইফুল ইসলাম (সোহেল), এড. সুনিল কুমার ঘোষ, এড. রনকুল ইসলাম, এড. রেজাউল ইসলাম, এড. ওয়ালিউল্লাহ, এড. মাগফুর রহমান, এড. আইয়ুব আলী, এড. আব্দুল আলিম, এড. সাহিন রেজা, এড. রেজোওয়ান আলী, এড. জিয়াউর রহমান (জিয়া),
এড. মিজানুর রহমান (বাপ্পি), এড. মেহেদী হাসান, এড. আসাদ, এড.এ.বিএম সেলিমসহ অন্যরা। এসময় ৫৫০ জন পথচারী এবং দুস্থদের মধ্যে ইফতার সামগ্রি বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি