নিজস্ব প্রতিনিধিঃ মানব পাচার প্রতিরোধে সচেতনতা ও কার্যকর সহযোগিতা নিশ্চিত করতে সাতক্ষীরায় উপজেলা পর্যায়ে রেফারেল পাথওয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে শহরের ম্যানগ্রোভ সভাঘরে রুপান্তরের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম।
আশ্বাস-মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য” শীর্ষক প্রকল্পের আওতায় ও উইনরক ইন্টারন্যাশনাল, বাংলাদেশের সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোঃ মোস্তফা কামাল, ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন,
আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ, আশ্বাস প্রকল্পের ফিন্যান্স অফিসার সুমন চন্দ্র, আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দিপ্তি রায়, মাহবুবুর রহমান সহ আরো অনেকে।
সভায় প্রকল্পের পরিচিতি, কার্যক্রম, প্রত্যাশিত ফলাফল ও ‘প্রেরণার আলোক শিখা’ শীর্ষক ভিডিও উপস্থাপনের মাধ্যমে বিস্তারিত আলোচনা উপস্থাপন করা হয় এবং মানব পাচার প্রতিরোধে রেফারেল পাথওয়ে নেটওয়ার্ককে শক্তিশালীকরণ, পাচারের শিকার ভুক্তভোগীদের সেবা নিশ্চিতকরণ এবং নারী-পুরুষ উভয়ের পুনর্বাসনে করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন।