দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে সুইজ এজেন্সি ফর ডেভেলপমেন্ট কো-অপারেশন এর অর্থায়নে সুরক্ষা প্রদান বিষয়ক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। টেরে দেস হোমস ফাউন্ডেশন এর সহায়তায় “জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিকর প্রভাব সমূহ মোকাবেলায় খেলাধুলার মাধ্যমে সুরক্ষা প্রদান” প্রকল্পের অবহিতকরণ সভা দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে ২২ মে ২০২৫ ইং তারিখ বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হুসাইন শওকত। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। প্রকল্পের মূল কার্যক্রম উপস্থাপন করেন টেরে দেস হোমস ফাউন্ডেশনের ম্যানেজার সুরোজিৎ কুন্ডু। স্বাগত বক্তব্য রাখেন ব্রেকিং দ্যা সাইলেন্সের প্রজেক্ট ম্যানেজার শরিফুল ইসলাম।
ব্রেকিং দ্যা সাইলেন্সের উপজেলা কোঅর্ডিনেটর শেখ সোহেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, দেবহাটা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনির হোসেন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম,
নওয়াপাড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, সাতক্ষীরার দূর্নীতি দমন কমিশনের সদস্য সাকিবুর রহমান বাবলা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কাজল, দেবহাটা সদর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা খালিদ হোসেন, পারুলিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা প্রবীর হাজারী, সুশীল সমাজের প্রতিনিধি সাফায়েত হোসেন বাচ্চু, পারুলিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ইউপি সদস্যা রেহেনা পারভিনসহ সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধি প্রমুখ।
প্রকল্পটি সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালিগঞ্জ, দেবহাটা, আশাশুনি ও সাতক্ষীরা সদর উপজেলার ৩টি করে মোট ১৫টি ইউনিয়নে ২ বছর মেয়াদী ৫৪০০ জন কিশোর-কিশোরী এবং যুবদের নিয়ে খেলাধুলার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব সম্পর্কে সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি, জীবন দক্ষতামুলক প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষনে নেতৃত্ব বিকাশের মাধ্যমে জীবনমান উন্নয়ন ও দূর্যোগকালীন সময়ে সামাজিক সুরক্ষা কর্মকান্ডে অংশগ্রহণ বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে। এই প্রকল্পের মূল উদ্দ্যেশ্য হলো জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত শিশু ও যুবকদের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়ন বলে সভায় অবগত করানো হয় ।