নতুন মৌসুমের শুরুতেই হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। প্রাক-মৌসুমের প্রথম ম্যাচে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে হেরে গেছে জিনেদিন জিদানের দল। যুক্তরাষ্ট্রের লেভিস স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পেনাল্টি শটে হারে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নরা।
নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শট আউটে ২-১ গোলে হারে রিয়াল। এই জয়ে প্রাক-মৌসুম সফরে অপরাজিত থাকল জোসে মরিনহোর দল। এর আগে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারায় রেড ডেভিলসরা।
ম্যানইউর হয়ে প্রথম গোল করেন জেসি লিংগার্ড। পরে রিয়ালকে সমতায় ফেরান কাসমিরো।
এদিন আক্রমণ এবং রক্ষণভাগের দুই প্রধান সেনাকে ছাড়াই শুরু করেন জিদান। তবে রিয়াল কোচের পথে হাঁটেননি মরিনহো। রোমেলু লুকাকু ও পল পগবাসহ পুরো শক্তির দলই মাঠে নামান স্পেশাল ওয়ান।
খেলার শুরুতেই লিড নেয়ার সুযোগ পেয়েছিল ম্যানইউ। কিন্তু অ্যান্থনিও মাথিয়াল শেষ কাজটা করতে পারেন। পরে প্রথমার্ধের শেষ মিনিটে এগিয়ে যায় মরিনহোর দল। রেড ডেভিলসদের লিড এনে দেন লিংগার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য গোল শোধের সুবর্ণ সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু সে সুযোগ হাতছাড়া করেন মার্কো কোভিচ। পরে ৬৫ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান তিনি। বাকি সময় কোন দল মুখ খুলতে না পারায় খেলা গড়ায় পেনাল্টিতে। তাতে ২-১ গোলে জয় পায় ম্যানইউ।