সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির ২০২৬ সালের ক্যালেন্ডারের মোড়ক করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকালে জেলা স্কাউটস ভবনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করে স্বপ্নসিঁড়ির সভাপতি ও জেলা রোভার স্কাউটস এর সহকারী কমিশনার নাজমুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আশরাফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের সহ-সভাপতি ঈদুজ্জামান ঈদ্রিস, স্বপ্নসিঁড়ির উপদেষ্টা জামাল উদ্দীন, প্রভাষক ওবায়দুল্লাহ আহমেদ।
স্বাগত বক্তব্য রাখেন ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন উপ কমিটির আহবায়ক সালাউদ্দীন রানা। স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চলনায় বক্তব্য রাখেন প্রাক্তন খুলনা বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, অর্থ সম্পাদক সেলিম হোসেন, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি আল শাহরিয়ার অনিক, রোভার মাহবুবুর রহমান সিয়াম, আবির সরকার প্রমুখ।

