যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের বেথনাল গ্রিন এলাকায় ‘এসিড’ হামলার শিকার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই তরুণ। এতে তাঁদের মুখ ও ঘাড়ের কিছু অংশ ঝলসে গেছে।
স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৭টার দিকে বেথনাল গ্রিন এলাকায় রোমান রোডে এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার একজনের নাম শাখাওয়াত হোসেন (২৪)। আহত অবস্থায় তাঁকে লন্ডনের ব্রুমফিল্ড হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আক্রান্ত অন্যজনের পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে ঘটনাস্থলে থাকা পুলিশের এক সদস্য সংবাদমাধ্যম ডেইলি মেইলকে জানান, তাঁদের মুখের রং বদলে গিয়েছিল। এ ছাড়া একজনের জ্যাকেটের কিছু অংশ এসিড লেগে গলে যায়।
বেথনাল গ্রিনের এক দোকানি জানান, দুজন বাঙালি তরুণ তাঁর দোকানের মধ্যে ছুটে যান। তাঁদের মুখের ওপর এসিড ছিল। তাঁদের চামড়া ঝলসে যাচ্ছিল।
ওই দোকানি আরো বলেন, “তাঁরা চিৎকার করছিল। আমি তাঁদের পানি দিলাম। পানি দিয়ে তাঁরা মুখ ধোয়। ওই দুই তরুণ কাঁদতে কাঁদতে বলে, আমাদের ওপর এসিড ছোড়া হয়েছে। আমাদের ওপর পানি ঢালো।”
এ বিষয়ে জানতে চাইলে লন্ডন পুলিশের এক মুখপাত্র ডেইলি মেইলকে বলেন, লন্ডনের রোমান রোডে দুই তরুণের ওপর এসিড জাতীয় পদার্থ দিয়ে হামলা চালানো হয়েছে। সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে অনুসন্ধান চলছে। তবে এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।
সম্প্রতি লন্ডনে বেশ কয়েকটি এসিড হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত ১৩ জুলাই মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পাঁচজনের ওপর এসিড হামলা চালানো হয়।
লন্ডনে এসিড হামলা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। ২০১৪ সালে শহরটিতে এসিড হামলার শিকার হয় ২০০ জন। ২০১৬ সালে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৩১ জনে।