আশাশুনি ব্যুরো : আশাশুনির বেউলায় আন্তর্জাতিক হরি ভাবনা মৃত সংঘ ও আশ্রমের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ শ্রী শ্রী জয়দেব ঠাকুরের জম্ম তিথি উৎসব(ঝুলন উৎসব) পালিত হয়েছে। বুধবার রাতে আন্তর্জাতিক হরি ভাবনা মৃত সংঘ ও আশ্রম বাসক বাড়িতে পালন করা হয়। সাংবাদিক অসীম বরণ চক্রবর্তীর পরিচালনায় মুক্তি যোদ্ধা রমেশ চন্দ্র বাসকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভারতের সাবেক এমএলএ ও রবীন্দ্র ভারতি বিশ^বিদ্যালয়ের অধ্যাপিকা বিজেপি নেত্রী ড. বিথীকা মন্ডল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, বিশিষ্ঠ ব্যবসায়ী রাজ্যেশ^র দাশ, ইউপি চেয়ারম্যান আবম মোছাদ্দেক প্রমূখ। এসময় প্রধান অতিথি বলেন, আমি ভারতে বসে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, পুরোহিত হত্যাসহ নানা অভিযোগের কথা শুনতাম। কিন্তু এদেশে এসে দেখলাম তার ভিন্ন চিত্র। এখানে হিন্দু, মসুলিম, বৈদ্য, খ্রিষ্টান কোন ভেদাভেদ নেই। আমার পিতা-মাতা এদেশে জম্মগ্রহণ করেছিলেন। তাই আমি বাংলাদেশি পরিচয় দিতে ভালবাসি। অনুষ্ঠানে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুরসহ দেশের কয়েকটি জেলা থেকে শতশত ভক্তবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পূর্ববর্তী পোস্ট