নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ৪ বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ২৭ টি পদের বিপরীতে ২টি প্যানেলে ৫৭ টি মনোনয়নপত্র জমা পড়েছে। বুধবার বিকালে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহম্মেদ এর নিকট দুটি প্যানেলের মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নির্বাচনী তপশীল মোতাবেক ২৯ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বাছাই, ২অক্টোবর বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ৪ অক্টোবর মনোনয়ন পত্র প্রত্যাহার, ৫অক্টোবর প্রতিদ্বন্দ্বি প্রার্থীর চুড়ান্ত তালিকা প্রকাশ এবং ১৭ অক্টোবর সাতক্ষীরা অফিসার্স ক্লাবে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে। ১০৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। সম্মিলিত ক্লাব ঐক্য পরিষদের সহ- সভাপতি পদে আশরাফুজ্জামান আশু, মেহেদী হাসান, মুজিবর রহমান, ইঞ্জিঃ কবীর উদ্দিন আহম্মেদ। সাধারণ সম্পাদক পদে এ. কে. এম আনিছুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক পদে আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, মো. আহম্মদ আলী সরদার, শেখ আব্দুল কাদের, কোষাধ্যক্ষ পদে মো. শাহ আলম হাসান শানু, নির্বাহী সদস্য সৈয়দ হায়দার আলী তোতা, কাজী কামরুজ্জামান কাজী, মো. রুহুল আমিন, আ, ম আক্তারুজ্জামান মুকুল, মো. হাবিবুর রহমান হবি, মো. মনিরুল ইসলাম, মো. আব্দুল মান্নান, ইকবাল কবির খান বাপ্পি, মির্জা মনিরুজ্জামান কাকন, মো. ইদ্্িরস আলী, শেখ রফিকুর রহমান লাল্টু, মো. হাফিজুর রহমান খান বিটু, মীর তাজুল ইসলাম রিপন, মো. কবিরুজ্জামান রুবেল, উপজেলা নির্বাহী সদস্য স.ম. সেলিম রেজা, সৈয়দ জয়নাল আবেদীন জসি, মহিলা সদস্য কাজী সেতারা জামান ও ফারহা দীবা খান সাথী। অপর প্যানেলে ক্রীড়া ও স্টেডিয়াম উন্নয়ন পরিষদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন সহ-সভাপতি প্রার্থী মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, বদরুল ইসলাম খান বদু, ফিরোজ আহম্মেদ, মিজানুর রহমান চৌধুরী, শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ নাসেরুল হক, সাধারণ সম্পাদক প্রার্থী শেখ নিজাম উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক প্রার্থী মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সম্পাদক প্রার্থী তৈয়েব হাসান বাবু, সাইদুর রহমান শাহীন, কোষাধ্যক্ষ প্রার্থী কাজী শফিউল আজম, নির্বাহী সদস্য প্রার্থী শেখ তহিদুর রহমান ডাবলু, শেখ আশরাফ আলী, মোহাম্মাদ আবু সায়ীদ, মোঃ মিজানুর রহমান চৌধুরী, মোঃ রইস উদ্দীন সরদার, শেখ নাসেরুল হক, মোমীন উল্লাহ মোহন, শেখ মারুফুল হক, শেখ হেদায়েতুল ইসলাম, খন্দকার আরিফ হাসান প্রিন্স, খন্দকার বদরুল আলম, ওয়াসিাউদ্দীন খান পিপুল, মোঃ আলতাফ হোসেন, মিজানুর রহমান মিনুর, শেখ জাহিদ হাসান, নির্বাহী সদস্য (উপজেলা সাধারণ সম্পাদক সংরক্ষিত) জাহিদুর রহমান খান চৌধুরী, শেখ ইকবাল আলম বাবলু, নির্বাহী সদস্য (মহিলা) মমতাজুন নাহার ঝর্ণা। জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহম্মেদ বলেন, ‘মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে ২৭টি পদের বিপরীতে একটি প্যানেলের ২৮টি এবং আরেকটি প্যানেলের ২৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। আগামী ১৭ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।
পূর্ববর্তী পোস্ট