মাহফিজুল ইসলাম আককাজ : সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠি হরিজন, বেদে, ঋষি ও হিজড়াদের কল্যাণে প্রতিষ্ঠিত সংগঠন বাংলাদেশ দলিত পরিষদ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সংগঠনের সাধারণ সম্পাদক গৌরপদ দাশের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সদর-০২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। এসময় বক্তব্য শ্যামনগর উপজেলা সভাপতি কাশি নাথ দাশ, সাধারণ সম্পাদক মতিন্দ্রনাথ দাশ, কালিগঞ্জ উপজেলা সভাপতি পঞ্চানন দাশ, সাধারণ সম্পাদক সুশান্ত দাস, তালা উপজেলা সভাপতি প্রবীর দাস, সদর উপজেলা সাধারণ সম্পাদক গণেশ দাশ, আশাশুনি উপজেলা সভাপতি স্বপন দাশ প্রমুখ। বাংলাদেশ দলিত পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দ অভিযোগ করেন তারা খুবই অবহেলিত। সরকারের যে সব সংগঠন সমাজের পিছিয়ে পড়া জন-গোষ্ঠিকে নিয়ে তাদের সমাজ, শিক্ষা ও জীবনমান উন্নয়নে কাজ করে তাদের সাথে সমন্বয়হীনতা রয়েছে। তাদের সংঠনের সদস্যদের সরকারের এ সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। সাংসদের কাছে দাবি জানান তারা যেন তাদের অধিকার থেকে আর বঞ্চিত না হয়। এসময় বাংলাদেশ দলিত পরিষদ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট