নিজস্ব প্রতিবেদক : ‘বৃক্ষ রোপণ করে যে, সম্পদশালী হয় সে’ ‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় সপ্তাহব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৭ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন এবং বন ও কৃষি বিভাগ সাতক্ষীরা’র আয়োজনে মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় তিনি বলেন, ‘গাছ আমাদের আজীবন প্রাণবন্ধু। আমাদের অস্তিত্ব, সুস্বাস্থ্য, আরাম-আয়েশ, আনন্দ-বিনোদন কোনো কিছুই এই বন্ধুর অভাবে সম্ভব নয়। শুধু মানুষ নয় সমগ্র প্রাণিজগতের অস্তিত্ব উদ্ভিদ জগতের উপর নির্ভরশীল। আমরা দমে দমে বায়ু থেকে যে অক্সিজেন গ্রহণ করি তা কিন্তু উদ্ভিদের মাধ্যমেই আমরা পেয়ে থাকি। খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না। গাছপালাই আমাদের বস্ত্র এবং আসবাবপত্রের উল্লেখযোগ্য যোগানদার। সৎ বন্ধুর সংস্পর্শে সৎ গুণে গুণান্বিত হওয়া যায়। অহংকারহীন উত্তরদাতা ফলবতী বৃক্ষ মাথা নিচু করে অকৃপণে ফলদান করে। এ থেকে আমাদের তো অনেক কিছু শেখার আছে। সুমিষ্ট ফল খেয়ে পথিক প্রাণ ভরে দোয়া করে। সে দোয়া সৃষ্টিকর্তা কবুল করেন বৃক্ষ রোপনকারীর জন্যে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সামাজিক বন বিভাগ যশোরের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কাজী আব্দুল মান্নান, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি রুহুল আমিন প্রমুখ। মেলায় জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন এনডিসি মোশাররফ।
গাছ আমাদের আজীবন প্রাণবন্ধু- এমপি রবি
পূর্ববর্তী পোস্ট