ধুলিহর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়ন ভূমি অফিসে বৃহস্পতিবার বিকালে বৃক্ষ রোপন কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। এ সময় তিনি ভূমি অফিস চত্বরে একটি হিমসাগর আম গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট দেবাশীষ চৌধূরী, ধুলিহর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মোকলেস আলী, উপ-সহকারী ভূমিকর্তা মোঃ বদরুল আহছান প্রমূখ। জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন ভূমি অফিস সহ চত্বরের সকল জায়গা ঘুরে দেখে অভিভূত হন ও ভূমি অফিসের বর্তমান কার্যক্রমে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। ধুলিহর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে পর্যায়ক্রমে ২০০টি আম, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির চারা রোপনের মাধ্যমে সামাজিন বনায়ন গড়ে তোলা হবে বলে জানা গেছে। ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মোকলেস আলীর ঐকান্তিক প্রচেষ্টায় এই বৃক্ষরোপন কার্যক্রম শুরু হয়েছে। উল্লেখ্য, ধুলিহর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ২টি পুকুর সহ ৩ একর ২৩ শতক জমি রয়েছে। বর্তমান ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মোকলেস আলী যোগদানের পর হতে একের পর এক উন্নয়নমূলক কর্মসূচী গ্রহন করায় ভূমি অফিসের চিত্র একেবারেই পাল্টে গেছে।
ধুলিহর ভূমি অফিসে বৃক্ষ রোপণ করলেন জেলা প্রশাসক
পূর্ববর্তী পোস্ট