ভারতের সাথে আলোচনার প্রস্তাব নাকজ করে চীনের হুঁশিয়ারি, ডোকলাম থেকে ভারতীয় সেনাবাহিনী সরিয়ে নেওয়াই সমস্যা সমাধানের একমাত্র উপায়।
যদিও সম্প্রতি ভারত দাবি করেছিল, শীঘ্রই ডোকলাম ইস্যুর সমাধান মিলবে।
বেইজিংও ইতিবাচক পদক্ষেপ নিবে। ভারত কোন প্রতিবেশীকে কখনও আক্রমণ করেনি বা কোন আধিপত্যবাদী মানসিকতাও ভারতের নেই বলেও জানিয়েছিলেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু বেইজিং পাল্টা প্রতিক্রিয়াতে ভারতকে ফের হুঁশিয়ারি দিয়েছে। বেইজিংয়ের দাবি, ভারতীয় সেনা বেআইনি সীমান্ত পেরিয়েছে। ভারতের পক্ষ থেকে বারবার আলোচনার প্রস্তাব দিলেও যুদ্ধের হুঙ্কার দিয়ে চীনা জানিয়ে দিল, ডোকলামে চীনের রাস্তা তৈরিতে বাধা দেওয়ার পিছনে ভারত ‘হাস্যকর’ কারণ দেখিয়েছে। এ ঘটনার একমাত্র সমাধান হল- ডোকলাম থেকে বিনা শর্তে ভারতীয় সেনাবাহিনী ও অস্ত্র-সরঞ্জাম সরিয়ে ফেলতে হবে।