নেইমারের বিরুদ্ধে শর্ত ভঙ্গ করার দায়ে মামলা করে বিপাকেই পড়তে যাচ্ছে বার্সেলোনা। গত বছর চুক্তি নবায়নের কারণে নেইমারকে বোনাস দেয়ার কথা ছিল বার্সার। তবে আগস্টের প্রথম দিকে এই ব্রাজিলিয়ান তারকা পিএসজিতে চলে যাওয়ায় কাতালানরা বোনাস আটকে যায়। এই অভিযোগে ফিফার কাছে কাউন্টার মামলা করেন নেইমার। বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এটি নিশ্চিত করেছে।
গত বছরের অক্টোবরে ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকার ব্যাপারে চুক্তিবদ্ধ হন নেইমার। চুক্তির অংশ হিসেবে ২৬ মিলিয়ন ইউরো বোনাস দেয়ার কথা ছিল বার্সা। তবে পিএসজিতে চলে যাওয়ায় সেই বোনাস আটকে দেয় ন্যু-ক্যাম্পের দলটি।
নেইমার চুক্তির শর্ত ভঙ্গ করায় গত মঙ্গলবার তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় বার্সেলোনা। বিষয়টি এখন স্প্যানিশ ফুটবল কমিটির কাছে বিচারাধীন। শর্ত ভঙ্গ করায় লয়ালিটি বোনাস হিসেবে নেইমার যেই ৮.৫ মিলিয়ন ইউরো নিয়েছিলেন ১০ শতাংশ জরিমানাসহ সেটি ফেরত চেয়েছে বার্সা।