কালিগঞ্জ ব্যুরো : বাংলা চলচিত্রের উজ্জল নক্ষত্র প্রায়ত নায়ক রাজ-রাজ্জাক ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা সংঙ্গিত শিল্পী আব্দুল জব্বারের স্মৃতি চারণ ও সঙ্গিতানুষ্ঠান বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দুই কিংবদন্তির স্মরণে উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু‘র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপ-পরিচালক এ.এফ.এম একরাম হোসেন। উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সোহরাওয়াদী পার্ক কমিটির সদস্য সচিব এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহীম প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার শৈলেন্দ্র নাথ মন্ডল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা এমএ ওয়াজেদ, ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক মুজিবর রহমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সনৎ কুমার গাইন, সাধারণ সম্পাদক ডাঃ মিলন কুমার ঘোষ। স্মৃতি চারণ অনুষ্ঠানে নায়ক রাজ-রাজ্জাকের অভিনীত ছায়া ছবির গান ও কন্ঠশিল্পী আব্দুল জব্বারের গান পরিবেশন করেন বেতার শিল্পী আব্দুর রাজ্জাক, নির্মল কুমার মন্ডল, কনিকা সরকার, সন্যাসি কর্মকার, জাহাঙ্গীর হোসেন, শান্তি চক্রবর্তী, সোহরাব হোসেন সবুজ, অন্যনা সরকার, মনিষ ঘোষ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিল্পকলা একাডেমির সদস্য ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তরা বলেন, চলচিত্র ও সংঙ্গিত অঙ্গনের দুই বাসিন্দা নায়ক রাজ রাজ্জাক ও সঙ্গিত শিল্পী আব্দুল জব্বারের জীবনের স্মৃতিকথা তুলে ধরে বলেন আগামি প্রজন্মকে সাহিত্য ও সাংস্কৃতিতে মনোনিবেশ করতে হবে। কালিগঞ্জ উপজেলায় শিল্প, সাহিত্য ও সাংস্কৃতির ধারাবাহিতা বজায় রাখতে খুব শিগ্রই শিল্পকলা একাডেমির নতুন ভবন তৈরি করা হবে।
কালিগঞ্জে নায়ক রাজ্জাক ও শিল্পী আব্দুর জব্বারের স্মৃতিচারণ
পূর্ববর্তী পোস্ট