মো. আরাফাত আলী : কালিগঞ্জ উপজেলা ভূমি অফিসের হয়রানি বন্ধ করতে ডিজিটালাইজ করণের মাধ্যমে সকল কাজ সম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) নুর আহম্মেদ মাসুম। তিনি কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন ২২ শে ফ্রেব্রয়ারি ২০১৭ ইং তারিখে। যোগদানের পর থেকেই ভূমি অফিসের সেবার মান বাড়িয়ে অনলাইনের মাধ্যমে গ্রাহককে সকল সেবা প্রদান করা এবং ভূমি অফিসকে আধুনিকভাবে রূপায়িত করেন। এজন্য তিনি গ্রাহক সেবা নিশ্চিতকরণ এবং ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীদের কার্যক্রম পর্যবেক্ষণের অফিসের সব কয়টি রুমে এবং গুরত্বপূর্ণ স্থানে ৮ টি আইপি ক্যামেরা স্থাপন করেছেন। এছাড়া গ্রাহক সেবা সহজ করার জন্য ভূমি অফিসে বসিয়েছেন তথ্যসেবা কেন্দ্র কাম হেল্পডেস্ক। অফিসে ফ্রি ইন্টারনেট সেবার জন্য বসিয়েছেন ওয়াইফাই জোন। নিলাম জারি সেবা এখন সহজে পাচ্ছেন উপজেলার সর্ব সাধারণ। প্রতিটি নামকরণ জারী ও মিস কেসের বাদী ও বিবাদীর শুনানী গ্রহণের মাধ্যমে সকল কেসের নিষ্পত্তি করছেন। অফিসে সেবা গ্রহণকারীদের বসার জন্য অরণী স্থাপন করেছেন। অফিস ক্যাম্পাস পাকা করেছেন। ভূমি অফিসে এই সকল উন্নয়ন মূলক কাজের জন্য কালিগঞ্জ উপজেলাবাসীর কাছে তিনি প্রশংসিত হচ্ছেন এই কর্মকর্তা।
নুর আহমেদ মাছুম বলেন, “প্রশাসনে সরকার আমাদেরকে নিয়োগ দিয়েছে জনগণের সেবার জন্য। আমাদের কাছে সরকারে সেবাকে জনগণের দোরগোড়ায় পৌছে দেয়া। জনগণের হয়রানি বা প্রতিবন্ধকতা যেন না হয় সেজন্য আমরা সকল আধুনিক সুযোগ-সুবিধা গ্রহণ করার চেষ্টা করেছি।”
পূর্ববর্তী পোস্ট