আসাদুজ্জামান : “জন কল্যাণে রাজস্ব, উন্নয়নের অক্সিজেন রাজস্ব” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় তিন দিন ব্যাপী আয়কর ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে রোববার বিকেলে এ মেলার উদ্বোধন করা হয়। খুলনা অঞ্চলের কর কমিশনার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলারোয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মনিরা পারভিন প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, উক্ত আয়কর ক্যাম্পে কর দাতাগনের ই-টিআইএন রেজিষ্ট্রশন, রিরেজিষ্ট্রেশন, ষ্পট এসেসমেন্ট এর মাধ্যমে কর নির্ধারন, দাবী সৃষ্টি ও আদায় এবং আয়কর প্রত্যয়নপত্র প্রদানসহ বহুমূখী সেবা প্রদান করা হবে।