নিজস্ব প্রতিবেদক : চাঁদার দাবিতে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় শহরের মুন্সিপাড়ায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জি এম আব্দুল গফুর এর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি এজহার দায়ের করা হয়েছে।
সুত্র জানায়, সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জি এম আব্দুল গফুর নির্মাণাধীন দোতলা বাড়ি করার জন্য স্থানীয় মেঘনা সাইকেল এর স্বত্বাধীকারি গোলাম বারী সরদারের পুত্র আবু সাঈদ সন্ধ্যা ৬ টায় কর্তব্যরত স্যানিটেশন মিস্ত্রির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে তিনি বাড়ির মালিকের কাছে টাকা চাইতে বলে। কথা কাটাকাটির এক পর্যায়ে ইতিপূর্বে বাড়ির মালিকের স্ত্রী কর্তৃক মালামাল ক্রয়ের জন্য মিস্ত্রির কাছে থাকা ২০ হাজার টাকা কেড়ে নিতে উদ্যত হলে ওই শ্রমিক প্রাণ ভয়ে বাড়ির ভিতরে দৌড় দিয়ে আত্মরক্ষার্থে নির্মানাধীন ভবনের দোতলায় উঠে গেলে ছিনতাইকারি সাঈদও তার পিছু পিছু দোতলায় উঠে কাঠের চৌকাঠ দিয়ে হাতে বাড়ি মেরে নির্মান শ্রমিকের হাত ভেঙে দিয়ে তার কাছে থাকা ২০ হাজার টাকা লুটে নিয়ে যায়। এসময় মালিকের স্ত্রী বাধা দিলে তাকে ধাক্কা মেরে সন্ত্রাসী সাঈদ পালিয়ে যায়।
শহরে চাঁদার দাবিতে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা, মারপিট ও টাকা ছিনতাইয়ের অভিযোগ
পূর্ববর্তী পোস্ট