বাংলাদেশ সময় রাত ১১টা নাগাদ ৭.১ মাত্রার ভূমিকম্পে দেশটির রাজধানী মেক্সিকো সিটিসহ অন্যান্য অঞ্চলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মৃতের সংখ্যা ৫ শতাধিক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। ৭.১ মাত্রার এই ভূমিকম্পে রাজধানী মেক্সিকো সিটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে। ধসে পড়া ভবনের নিচে আটকে পড়েছেন অনেক মানুষ।
ভূমিকম্পে মৃতদের বেশিরভাগই মোরেলস প্রদেশের বাসিন্দা। স্থানীয় সময় দুপুর একটার কিছু পরে কেঁপে ওঠে সবকিছু। সেসময় আতঙ্কে মানুষজন রাস্তার বের হতে থাকেন। প্রায় ৫১ কিলোমিটার জুড়ে এই কম্পন অনুভূত হয়েছে।
এছাড়া একটি স্কুল ধ্বসে পড়ায় সেখানে ২০ স্কুল ছাত্র নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছে অন্তত ৩০ জন।
কম্পনের কেন্দ্রবিন্দু ছিল রাজধানী মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরে। মেক্সিকো সিটিতেও ২০ টি বেশি ভবন ধসে পড়েছে। শহরের মেয়র জানিয়েছেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবনে আগুন ধরে গেছে। তার ভেতরেই অনেকে আটকে পড়েছেন।
প্রায় ২ কোটি মানুষে দেশটিতে উদ্ধারকাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। ভূমিকম্পে দেশটির যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়ায় উদ্ধারকার্যে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে সিএনএন।