ঝাউডাঙ্গা প্রতিনিধি : সদর উপজেলার ঝাউডাঙ্গা কলেজে পিস কনসোর্টিয়ামের বাস্তবায়নে ও অগ্রগতি সংস্থার সহযোগিতায় আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত হয়েছে। শনিবার সকালে অধ্যক্ষ মো. খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, জেসমিন নাহার, নাসিমা খাতুন, গোপাল চন্দ্র সরদার, পরিমল কুমার ঘোষ, প্রভাষক মো. অহিদুল ইসলাম, আখতারুজ্জামান, মনিরুজ্জামান, রিনা সালমা, ননী গোপাল মন্ডল, পরমেশ চন্দ্র ঘরামি প্রমুখ। আলোচনায় অধ্যক্ষ মো. খলিলুর রহমান মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের প্রতি দুঃখ প্রকাশ করেন এবং বিশ্বের মুসলমানদের এক হওয়ার কথা বলেন। আলোচনা শেষে কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করে শিক্ষার্থী মোছা. তানিয়া সুলতানা, ২য় স্থান অধিকার করে সুপ্রিয়া শর্মা, ৩য় স্থান অধিকার করে ফাতেমা তুজ জোহরা। কলেজের সকল ছাত্র-ছাত্রীদের রালির মাধ্যমে উক্ত অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান পরিচালনা করেন, প্রভাষক মো. আনোয়ারুল ইসলাম।
ঝাউডাঙ্গা কলেজে শান্তি দিবস উপলক্ষে আলোচনা ও র্যালি
পূর্ববর্তী পোস্ট