নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ৩৮ বিজিবি’র অভিযানে ৩ কেজি ৬শ’ গ্রাম ভারতীয় রুপার গহনাসহ এক আসামী আটক।
মঙ্গলবার দুপুরে বর্ডারগার্ড ব্যাটালিয়ানের অধীনস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের নায়েক সুরজিত চন্দ্র নাথ এর নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল মাহমুদপুর গ্রামের পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ কেজি ৬শ’ গ্রাম ভারতীয় রুপার গহনাসহ কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো. হাফিজুর ইসলাম (৪৫)-কে আটক করে এবং সাখে থাকা অপর ৪ জন আসামী পালিয়ে যায়।
পলাতক আসামীরা হল একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে মো. শাহাজুল ইসলাম, মৃত আশরাফ গাইনের ছেলে মো. মনিরুল ইসলাম (ফক্কা মনির), মৃত শাহাজান আলী দালালের ছেলে মো. মনছুর আলী ও মৃত ইয়াছিন আলীর ছেলে মো. মাহমুদুল হাসান গাইন। এঘটনায় ধৃত আসামী ও উদ্ধারকৃত রুপার গহনা নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করে। এসময় ৩৮বিজিবি জানায় আটক ও পলাতক আসামীরা দীর্ঘদিন যাবৎ চোরাই পথে ভারত থেকে রুপার গহনা এনে খুলনা, সাতক্ষীরা এবং কলারোয়া এলাকার বিভিন্ন জুয়েলার্সের দোকানে অবৈধভাবে বিক্রি করে আসছে বলে জানায়।