পাইকগাছা ব্যুরো : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ পাইকগাছার বিভিন্ন দূর্গা মন্দির পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বৃহস্পতিবার মহাষ্টমীতে পাইকগাছা পৌরসভার বাতিখালী হরিতলা সার্বজনীন দুর্গা মন্দির, বাজার মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শন এবং ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক কৃষ্ণ পদ দাশ, সিনিয়র সহ-সভাপতি রবীন্দ্র নাথ দত্ত, সহ-সভাপতি রতন মিত্র, যুগ্ম সম্পাদক সাধন কুমার ভদ্র, সহ-কোষাধ্যক্ষ অধ্যাপক অজিত কুমার হালদার, পাইকগাছা উপজেলা সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পরিষদ নেতা কৃষ্ণপদ ম-ল, হেমেশ চন্দ্র ম-ল, দীপক কুমার ম-ল, বাবুরাম ম-ল, সাংবাদিক বি সরকার, ¯েœহেন্দু বিকাশ ও প্রমথ সানা, শংকর দত্ত, উজ্জ্বল ম-ল, গৌতম ম-ল, কার্তিক দেবনাথ, শংকর দত্ত, বিভুতি বিশ্বাস, পিযুষ সাধু প্রমুখ। অপর দিকে বৃহস্পতিবার দিনভোর পৌরসভাসহ লস্কর, গড়ইখালী, চাঁদখালীর বিভিন্ন দূর্গা মন্দির পরিদর্শন করেন উপজেলা সংগঠণের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, উপজেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ ম-ল, ¯েœহেন্দু বিকাশ, খগেন্দ্রনাথ রায়, বাবুরাম ম-ল, জগদীশ রায়, পিযুষ সাধু, মৃত্যুঞ্জয় সরদার, শ্যামাপদ ম-ল, প্রণব কান্তি রায়, অমলেন্দু বাছাড়, অপূর্ব ম-ল, সুজয় রায়, পংকোজ রায়, নবতোষ ম-ল, কৃষ্ণকান্ত ম-ল সহ বিভিন্ন মন্দির কমিটির সভাপতি-সম্পাদক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করা হয়।
পূর্ববর্তী পোস্ট