পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস , উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ, প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, কেএম আরিফুজ্জামান তুহিন, আব্দুল মান্নান গাজী, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম, পুলকেশ মন্ডল, শংকর বিশ্বাস ,
পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাপ হোসেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, উত্তরণ প্রতিনিধি মাহফুজা সুলতানা, সুশীলন প্রতিনিধি শিলা খাতুন, দলিত প্রতিনিধি অঞ্জনা রানী, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আলাউদ্দীন রাজা, বি সরকার, প্রকাশ ঘোষ বিধান, খোরশেদ আলম ও আশরাফুল ইসলাম সবুজ।
সভায় ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে উপজেলা সদর সহ প্রতিটি ইউনিয়নে সচেতনতামূলক র্যালি, সভা, সমাবেশ, লিফলেট বিতরণ, মাইকিং, ক্যাম্পেইন, সপ্তাহের প্রতি রোববার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং প্রয়োজনে মশক নিধন (স্প্রে) অভিযান পরিচালনা করা সহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় জ্বরে আক্রান্ত রোগীকে মশারীর মধ্যে রাখা সহ দ্রূত হাসপাতালে স্থান্তর করা সহ বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়।