কেএম রেজাউল করিম : দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেনের কাছে ৪ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। এসময় ৪ জন মাদক ব্যবসায়ী পৃথক পৃথকভাবে ওসির কাছে জীবনে আর কখনো মাদক ব্যবসা করবেন না বলে অঙ্গীকারনামা প্রদান করেন।
পুলিশ সূত্র জানায়, দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন থানায় যোগদানের পর থেকে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ সকল অন্যায় অপরাধমূলক কাজের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেন।
পুলিশের এই বিরামহীন অভিযানের কারণে দেবহাটা উপজেলার মাদক রাজ্য নামে খ্যাত বহেরা খাসখামার এলাকার ৪ মাদক ব্যবসায়ী যথাক্রমে মৃত মেহের আলী গাজীর ছেলে আলী মোর্ত্তজা গাজী (৫৪), একই গ্রামের মৃত তছিম উদ্দীনের ছেলে হাকিম সরদার (৪৭), একই গ্রামের জিয়াদ আলী গাজীর ছেলে গোলাম মোস্তফা (২৭) ও একই গ্রামের মৃত তছিম উদ্দীনের ছেলে আব্দুল আলিম (৪৯) একত্রে এসে রবিবার রাতে দেবহাটা থানার ওসি কাজী কামালের কাছে আত্মসমর্পণ করেন এবং জীবনে কখনো কোন প্রকার মাদক, ফেন্সিডিল ও মাদক জাতীয় নেশাজাত দ্রব্য সেবন ও ক্রয় বিক্রয় করবে না বলে অঙ্গীকারনামা প্রদান করেন।
এসময় তাদের সাথে কুলিয়া ইউপির সাবেক ইউপি সদস্য মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।