যশোর সদরের পাগলাদহে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে মালিককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এসময় বাড়িটি থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এর আগে সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে ওই বাড়ি ঘিরে রাখা হয়। এ সময় মোজ্জাফফর নামে এক জঙ্গিকে আটক করা হয়।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান, পুলিশ সদর দপ্তর থেকে তথ্য পেয়ে সোমবার সন্ধ্যার পর সদর উপজেলার পাগলাদহ গ্রামের ওই আধাপাকা বাড়ি তারা ঘিরে ফেলেন। পরে সেখানে তল্লাশি চালিয়ে গ্রেনেডের ৩০টি খোল, ৫০টি সুইচ, পিস্তলের দুটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, বোমা বানানোর জেল ও ১০ লিটার রাসায়নিক, আধাকেজি পেরেকে, চারটি ছুরিসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক উদ্ধার করা হয় বলে তিনি জানান। একই সাথে আটক করা হয় ওই বাড়ির মালিক মোজাফফর হোসেনকে।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গোপনীয় শাখা) মুনিরুজ্জামান আটকের ঘটনা নিশ্চিত করে জানান, ৪০ বছর বয়সী মোজাফফর যশোরের এমএম কলেজের ছাত্রাবাস মসজিদের ইমাম এবং একজন হোমিও চিকিৎসক।
পুলিশ সুপার আনিসুর রহমান আরও বলেন, ঢাকা থেকে আসা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যদের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরা ওই বাড়ি ঘিরে রেখেছেন।