নলতা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের বাবুরাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ রজব আলী হাওলাদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। সোমবার সকাল সাড়ে ৯টায় গার্ড অফ অনার শেষে নিজ বাসভবনের সামনে দাফন করা হয়। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ লস্কার জায়াদুল হকের নেতৃত্বে একদল চৌকস পুলিশ বাহিনীর সদস্যরা গার্ড অফ অনার প্রদান করেন। উক্ত গার্ড অফ অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূর আহমদ মাসুম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ কাশেম আলী সরদার প্রমূখ। মৃত বীর মুক্তিযোদ্ধা মোঃ রজব আলী হাওলাদার ভারতের বিহার চাকুলিয়া হইতে প্রশিক্ষণ গ্রহণ করে ০৯ নং সেক্টরে ক্যাপ্টেন শাহাজান মাস্টারের নেতৃত্বে দেবহাটা টাউন-শ্রীপুর, ভাতশালা, শাখরা-কোমরপুর, কুলিয়া-ব্যাংদাহ সহ বিভিন্ন স্থানে যুদ্ধ করেন। তিনি নিয়মিত ভাতাভোগি মুক্তিযোদ্ধা। বীর মুক্তিযোদ্ধা মোঃ রজব আলী হাওলাদার গেজেট নং -১৮৭৯(সাতক্ষীরা জেলা) সনদ পত্র নং -১৮৩৬৬৫ । তিনি ডায়াবেটিস ও হৃদরোগ আক্রান্ত হয়ে সাতক্ষীরা জেলার সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ২২ অক্টোবর সকাল ১০ টায় ইন্তেকাল করেন। মূত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী,৫ছেলে,৪ মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ রজব আলী এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
পূর্ববর্তী পোস্ট